বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে সীমান্তে ২ হাজার ৫’শ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে ৫২ বিজিবির অধীনস্থ গজুকাটা বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় ভারতীয় পেঁয়াজ বহনকারী পিকআপও জব্দ করে বিজিবি।
শনিবার (৮ নভেম্বর) সকালে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ মোড়ে অভিযান চালিয়ে পিকআপসহ পেঁয়াজ জব্দ করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধীনস্থ গজুকাটা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ৩০ মিনিটে সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক পালিয়ে যায়। অভিযানের স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫’শ কেজি ভারতীয় পেঁয়াজসহ একটি পিকআপ জব্দ করা হয়।
জব্দকৃত পেঁয়াজের সিজার মূল্য ৩ লাখ টাকা এবং পিকআপটির সিজার মূল্য ৯ লাখ টাকা।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় পেঁয়াজ ও পিকআপের আইনি কার্যক্রম চলমান রয়েছে।
